promotional_ad

তারপরও ধোনি-যাদবের পক্ষে ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের সামনে সুযোগ ছিল ইংল্যান্ডকে হারিয়ে আগে ভাগেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার। কিন্তু ইংলিশদের দাপুটে বোলিংয়ের সামনে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বিরাট কোহলির দল।


৩১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ার সঙ্গে বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ৫ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৭১ রান, ক্রিজে ছিলেন হার্দিক পান্ডিয়া এবং অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি।



promotional_ad

হার্দিক ফিরে গেলেও কেদার যাদবকে সঙ্গে নিয়ে ভারতকে জয় এনে দিতে পারেন নি ধোনি। হারের পর ভারতীয় দলের এই দুই ক্রিকেটারের ব্যাটিং পারফর্মেন্স নিয়ে উঠেছে প্রশ্ন। 


দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা অবশ্য পক্ষ নিয়েছেন তাদের। জানিয়েছেন, শেষ দিকে উইকেট স্লো হয়ে যাওয়ায় শেষ দিকে সহজাত ব্যাটিং করতে পারেননি তারা। সেই সঙ্গে ইংলিশ বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন রোহিত। 


তিনি বলেন, 'ধোনি এবং কেদার হাত খুলে খেলার চেষ্টা করছিল কিন্তু শেষ বেলায় এসে উইকেট আরও স্লো হয়ে গিয়েছিল। ইংল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতেই হয়।



তারা দারুন বোলিং করেছে। অনেক ভ্যারিয়েশনে বোলিং করেছে আর আমাদেরকে ভাবনায় রেখেছে পুরো ম্যাচ জুড়েই।'


বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ভারত। হাতে থাকা দুটি ম্যাচে আর একটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বিরাট কোহলির দলের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball