নিংড়ে দেয়া পারফর্মেন্স চান ওয়ালশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউদাম্পটনে আফগানিস্তানকে হারিয়ে বার্মিংহামে পা রেখে পাঁচদিনের ছুটি কাটিয়েছে বাংলাদেশ দল। এখানেই পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে বলে মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
কোহলিদের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন এবং নিজেদের তৈরি করার বিকল্প দেখছেন না এই ক্যারিবীয় কোচ। ভারত ম্যাচের পরই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবতে চান তিনি।

'আমদের শুধু অনুশীলন করতে পারি এবং তৈরি হতে পারি। আমাদের দুটি খেলা বাকি আছে। চার পয়েন্ট তুলে নিতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব। আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। এই ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে এবং এরপর দেখতে হবে লর্ডসে কি হবে।'
এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ইংল্যান্ড হারলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার পথ অনেকটাই সুগম হবে।
মাশরাফিদেরও চোখ এই ম্যাচে আছে। যদিও এই ম্যাচের ফলাফলে কারোর হাত নেই। তারপরও সেমিফাইনালে খেলার জন্য ভাগ্যের দিকেই তাকিয়ে থাকতে হবে কোর্টনি ওয়ালশের শীষ্যদের।
'ছেলেদের একটি বিরতি ছিল। তাঁর সবাই ভালো মেজাজে আছে, ভালো উদ্দীপনায় আছে। আমরা যা করতে পারি আমাদের তা নিয়ন্ত্রণ করতে হবে। তাই দিনশেষে সবাই অনুশীলনে মনোযোগ দিচ্ছে এবং আমি নিশ্চিত সবার ভারত এবং ইংল্যান্ডের খেলায় চোখ আছে। এই ব্যাপারে কারোর কিছু করার নেই।'