সুইংয়ে মুস্তাফিজের চেয়ে সাইফউদ্দিন ভালোঃ ওয়ালশ
ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্স ||
চলমান বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের চেয়ে বল বেশি সুইং করাতে পারছেন মোহাম্মদ সাইফউদ্দিন বলে মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
বার্মিংহামে রবিবার গণমাধ্যমকে ওয়ালশ বলেছেন, 'মুস্তাফিজের চেয়ে সাইফউদ্দিন আরও ভালোমতো বল সুইং করাতে পারছে। তবে মুস্তাফিজ সবমিলিয়ে ভালো করছে।'

আগামী ২ জুন ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে পেসারদের সুইংয়ে ভরসা রাখছেন এই ক্যারিবিয়ান। বার্মিংহামের ব্যবহৃত উইকেটে নতুন বলে সুইং হওয়ার জোরালো সম্ভাবনা আছে।
এক্ষেত্রে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। দলের পেস বোলারদের সুইং সামর্থ্যে অগাধ বিশ্বাস ওয়ালশের।
এই প্রসঙ্গে বলেন, 'নতুন বলে সবাই বল করতে পারে। আমরা সবাইকে প্রস্তুত করে রেখেছি। আমাদের তিনজন পেসার খেলছে এই মুহূর্তে। রুবেল এর আগে ম্যাচ খেলেছি একটি। এদের যে কেউই নতুন বলে বল করতে পারে।
মাশরাফিও সুইং করাতে পারে। আমাদের অনেক পথ খোলা আছে। উইকেট কেমন হবে এটাই এখন দেখার বিষয়।'