promotional_ad

দুর্দিনে করুনারত্নের পাশে হান্নান সরকার

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপ ইতিহাসে মাত্র চারজন ব্যাটসম্যান ম্যাচের প্রথম বলেই আউট হয়েছেন। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই লজ্জার রেকর্ডে নাম উঠেছে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের।


তাঁর এই লজ্জার রেকর্ডে নাম লেখানোর দিনে শ্রীলঙ্কা হেরেছে ৯ উইকেটের ব্যবধানে। এই হারের ফলে শঙ্কায় পড়ে গেছে শ্রীলঙ্কার সেমিফাইনাল ভাগ্য। এমন দুর্দিনে করুনারত্নের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের সাবেক ওপেনার হান্নান সরকার।


বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে আউট হওয়ার রেকর্ডে নাম আছে হান্নান সরকারেরও। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে করুনারত্নেকে সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশের সাবেক এই ওপেনার।



promotional_ad

‘দিমুথের প্রতি আমার বার্তা হচ্ছে, হতাশ হইও না। এমনটা যেকোনো ব্যাটসম্যানের সঙ্গে হতে পারে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিও টেস্ট ম্যাচে প্রথম বলে আউট হয়েছিলেন।’


২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই লজ্জার রেকর্ডে নাম ওঠে হান্নানের। ইনিংস ওপেন করতে নেমে লঙ্কান পেসার চামিন্দা ভাসের হ্যাটট্রিকের প্রথম শিকার হয়েছিলেন তিনি।


মূলত হান্নানের এই আউটের মধ্যে দিয়ে বিশ্বকাপে ম্যাচের প্রথম বলে আউটের রেকর্ড শুরু হয়। এরপর এই তালিকায় নাম ওঠে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর (২০১১) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের (২০১৯)। সর্বশেষ এই তালিকায় যোগ হলো করুনারত্নের (২০১৯) নাম।


হান্নান জানিয়েছেন, প্রথম বলে আউট হলে খারাপ লাগাই স্বাভাবিক। করুনারত্নে যেহেতু দলের অধিনায়ক তাই তার হতাশাটাও বেশি। তবে এই লজ্জার রেকর্ডের ফলে তাকে ভেঙে না পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই সাবেক ওপেনার।



‘হ্যাঁ, প্রথম বলে আউট হলে খারাপ লাগাটাই স্বাভাবিক। সেটি বিশ্বকাপের ম্যাচ হোক বা অন্য কোনো ম্যাচ, খারাপ লাগার মাত্রা একই থাকে। আর দিমুথ যেহেতু তার দলকে নেতৃত্ব দিচ্ছে, তাই তার হতাশাটা হয়তো একটু বেশি। কিন্তু আমি মনে করি, তার মন খারাপ করলে চলবে না। নেতিবাচক বিষয়গুলোকে পেছনে ঠেলে সামনে এগিয়ে যাওয়াটাই হবে তার মূল কাজ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball