ফিরেছেন রয়, বিশ্বকাপ অভিষেক পান্তের

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড একাদশে ফিরেছেন ওপেনার জেসন রয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন রয়। তিন ম্যাচ পর আবারও একাদশে ফিরেছেন তিনি।
তিনি ফেরায় বাদ গিয়েছেন আরেক ওপেনার জেমস ভিন্স। রয়ের পরিবর্তে দলে জায়গা পাওয়া ভিন্স শেষ তিন ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছেন। অথচ নিজের খেলা ৬ ইনিংসে ৫টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন রয়।

তাই রয় ফেরায় দলের শক্তি নিঃসন্দেহেই বেড়েছে। এদিকে ভারতীয় একাদশে নেই বিজয় শঙ্কর। তাঁর জায়গায় খেলছেন তরুন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋসভ পান্ত। এই ম্যাচে বিশ্বকাপে অভিষেক হচ্ছে পান্তের।
আজ (রবিবার) বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। বিশ্বকাপে বার্মিংহামে এখন পর্যন্ত অনুষ্ঠিত দুই ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে।
ইংল্যান্ড একাদশঃ ???য়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম প্ল্যাঙ্কেট, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।
ভারত একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋসভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।