বিশ্বকাপে আজ 'শিশুদের জন্য একদিন'

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে 'ওয়ান ডে ফর চিলড্রেন' কার্যক্রমের। এমনই উদ্যোগ নিয়েছে ইউনিসেফ ও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুই সংস্থা মিলে এবারের বিশ্বকাপের এই দিনটিকে‘ওয়ান ডে ফর চিল্ড্রেন’ হিসেবে ঘোষণা করেছে। মূলত সারা বিশ্বের সুবিধা বঞ্চিত শিশুদের খেলাধুলা ও শরীর-মনের বিকাশে কাজ করার লক্ষ্যে এই উদ্দ্যোগ হাতে নিয়েছেন তাঁরা।

অবশ্য এই উদ্যোগ নির্দিষ্ট একটি দিনে আটকে থাকছে না। আইসিসি এবং ইউনিসেফ ক্রিকেট খেলা হয় এমন দেশগুলোর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল জোগাড় করবে সারা বছর জুড়েই। যেখানে অংশ নেবেন সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা।
তাছাড়া ক্রিকেটপ্রেমীদের অর্থই মূলত এই কার্যক্রমের যোগান দেবে। আইসিসি এবং ইউনিসেফের এই উদ্যোগের অ্যাম্বাসাডর হয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার নাসের হুসাইন ও অলরাউন্ডার ক্রিস ওকস।
ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচের পুরোটা জুড়েই থাকবে 'ওয়ান ডে ফর চিলড্রেনের' জন্য প্রচারণা। বিশ্বকাপের অন্যতম অংশীদার বুকিং ডটকম ও গ্রে নিকোলসও ওই দিন মোটা অঙ্কের অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে।
তাছাড়া, এই কার্যক্রমে আইসিসি প্রচার সঙ্গী হিসেবে থাকছে বিশ্বকাপের দুই ব্রডকাস্টার স্টার স্পোর্টস এবং স্কাই স্পোর্টস। এজবাস্টসে আজ ভারত-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শিশুদের জন্য এই কার্যক্রমের বার্তাটি সারা বিশ্বে পৌঁছে দেয়াই লক্ষ্য আইসিসি এবং ইউনিসেফের।