ঝুঁকি নিয়ে খেলবেন রয়-আর্চার?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শতভাগ ফিট না থাকলেও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জেসন রয় এবং জোফরা আর্চারকে খেলানো হবে, জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ওপেনার রয়।
এরপর শেষ তিন ম্যাচে খেলতে পারেননি তিনি। রয়ের পরিবর্তে দলে জায়গা পাওয়া জেমস ভিন্স শেষ তিন ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছেন। অথচ নিজের খেলা ৬ ইনিংসে ৫টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন রয়। তাই পুরো ফিট না হলেও ভারতের বিপক্ষে রয়কে খেলাতে চায় ইংল্যান্ড।

ম্যচ পূর্ব সংবাদ সম্মেলনে মরগান বলেছেন, 'জেসন আগামীকাল খেলার জন্য তৈরি হচ্ছে। আজকের অনুশীলনের পর আমরা মনে করি সে খেলার জন্য ফিট থাকবে। আমি ঝুঁকির পরিমাণের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেই। এটি যদি তাঁকে দীর্ঘ সময়ের জন্য ছিটকে দিতো তাহলে অবশ্যই এই সিদ্ধান্ত নিতাম না। তবে হ্যাঁ, কয়েক সপ্তাহের জন্য হলে এই সিদ্ধান্ত ঠিক।'
এদিকে সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন পেস তারকা আর্চার। রয়ের মতো তিনিও পুরোপুরি ফিট নন এখনও। তবে এরপরেও তাঁকে খেলানোর ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে তাঁর বোলিং দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মরগান।
মরগানের ভাষায়, 'একই বিষয় প্রযোজ্য আর্চারের ক্ষেত্রে। যদি দীর্ঘ সময়ের জন্য ঝুঁকি থাকে তাঁকে নিয়ে, তাহলে অবশ্যই খেলানো হবে না। যদি এটা স্বল্প সময়ের জন্য হয় তাহলে আমি সম্মতি দিবো। আমরা দেখবো সে কিভাবে অনুশীলনে বোলিং করে। সে গত তিন ম্যাচে যেভাবে বোলিং করেছে সেভাবে করে কিনা।'