চিন্তার কিছু দেখছেন না মোসাদ্দেক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আগামী ২ জুলাই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ভারতের বোলিং আক্রমণ নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
বর্তমান সময়ের সবচেয়ে বিধ্বংসী বোলিং আক্রমণ ভারতের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রিত বুমরাহ। এ ছাড়া শীর্ষ দশের মধ্যে আছেন কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল। যেকোনো দলই ভারতের এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলার আগে সতর্ক থাকবে।

সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। এমন সমীকরণের মাঝে ভারতের বোলিং আক্রমণ নিয়ে চিন্তা করছেন না মোসাদ্দেক।
তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে বলে মনে করেন লোয়ার মিডেল অর্ডার এই ব্যাটসম্যান। মোসাদ্দেকের বিশ্বাস ভালো কিছু করতে পারলে ফল বাংলাদেশের পক্ষে আসবে।
'আমরা টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে আছি আমার মনে হয় না আমরা ভারত কিংবা অন্য কোনো দলের বোলিং নিয়ে চিন্তা করার কিছু আছে। অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ। যদি আমরা ভালো কিছু করতে পারি অবশ্যই ফল আমাদের পক্ষে আসবে।'
বিশ্বকাপের মাঝ পথে সব ইংল্যান্ডের সব উইকেটই কিছুটা ধীর হচ্ছে। ফলে উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে মোসাদ্দেক মনে করেন উইকেট থেকে বোলাররাও সুবিধা পেতে পারেন। ভারতের বিপক্ষে আগে বোলিং করলে প্রথম ১০ ওভারে ২-৩ উইকেটে তুলে নেয়ার পরিকল্পনা করছেন ডানহাতি এই অফ ব্রেক এই বোলার।
'উইকেট ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল হতে পারে। বলের মুভমেন্ট হতে পারে। যদি আগে ফিল্ডিং করি প্রথম ১০ ওভারে ২-৩ উইকেট বের করার চেষ্টা করবো।'