আফগানিস্তান-পাকিস্তান সমর্থকদের মারামারি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে পাকিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সংঘর্ষে লিপ্ত হয়েছেন দুই দলের ভক্তরা। এর ফলে অন্তত দুইজন সমর্থককে মাঠের বাইরে বের করে দেয়া হয়েছে। তাঁরা ম্যাচ চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরেও মারামারিতে জড়িয়েছেন দুই দলের ভক্তরা। সেই সময় মাঠের বাইরে থেকে সংঘর্ষ চালানো হয়েছে। তাদের সংঘর্ষ থামাতে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়েছে।

আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরু হওয়ার এক ঘন্টা পর কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে তাঁরা মারামারিতে জড়ান। সেই সময় তাদের থামাতে নিরাপত্তা রক্ষীরা অনেক চেষ্টা করেও না পারলে তাদের মাঠের বাইরে বের করে দেয়া হয়।
ম্যাচটি শুরুর আগে কিছু দর্শক সীমানা প্রাচীর ডিঙিয়ে অবৈধ ভাবে এই স্ট্যান্ডে প্রবেশ করতে করেছিলে। ফলে টিকেট পাওয়া অনেক দর্শকও জায়গা পাননি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনা থেকেই সংঘর্ষের সূত্রপাত।
পাকিস্তানের বিপক্ষে শুরুতেই আফগানিস্তানের দুই উইকেট পড়ে যাওয়ার পরই পাকিস্তানি সমর্থকরা উল্লাস করতে থাকে। ঠিক তখন পাকিস্তানের বিপক্ষে স্লোগান দিতে থাকে আফগান ভক্তরা। এরপরই তাঁরা সংঘর্ষে লিপ্ত হয়।