ডাক পেলেন ইমরুল-বিজয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়।
আসন্ন সিরিজটিকে ঘিরে মোট ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সফরে বাংলাদেশ 'এ' দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সায়মন হেলমট।

পেসার কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিলরাও আছেন স্কোয়াডে। এছাড়া অলরাউন্ডার আফিফ হোসেন, উইকেটরক্ষক জাকির হাসান এবং নাইম শেখরাও যাচ্ছেন সফরটিতে।
জায়গা হয়নি ওপেনার সাইফ হাসানের। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান এবং স্পিনার সানজামুল ইসলামকে দলে রেখেছেন নির্বাচকরা।
লেগ স্পিনার হিসেবে দায়িত্ব পালন করার জন্য স্কোয়াডে আছেন তানভির হায়দার। গেল বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলা উইকেটরক্ষক জাকের আলিও আছেন স্কোয়াডে
বাংলাদেশ 'এ' দলের স্কোয়াডঃ ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, নায়েম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানভির হায়দার, জাকের আলি অনিক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইফরান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান এবং তানভির ইসলাম।