বিশ্বকাপ জিততে পারেন সরফরাজঃ আজহার

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলীর।
অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন আজহার। এবারও বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে তাঁর, বিশ্বাস আজহারের।

'সে শক্ত মানসিকতার একজন অধিনায়ক.। তার অধীনে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল। এবার সে বিশ্বকাপ জিততে পারে।'
যদিও এই মুহূর্তে সুখকর অবস্থানে নেই পাকিস্তান। চলমান বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে অবশিষ্ট দুই ম্যাচেই জিততে হবে তাঁদের।
পাকিস্তানের বাজে পারফর্মেন্সের কারণে সমর্থকরাও দুয়ো দিচ্ছে তাঁদের। এই বিষয়ে সমালোচনা করেছেন আজহার।
'ক্রিকেটারদের দুয়ো দেওয়া উচিত নয়। কেননা দল খারাপ সময়ে থাকলে সবার সমর্থনের দরকার হয়। যখন দল ভালো করে তখন যেমন সবাই দলের সঙ্গে থাকে, দল খারাপ করলেও সাথে থাকা দরকার।' বলেছেন তিনি।