ভারতের বিপক্ষে ফেবারিট হয়ে লাভ নেইঃ বাটলার

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ফেবারিট বা আন্ডারডগ হয়ে লাভ নেই বলে মনে করছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার। যেকোনো দলকেই ভারতের বিপক্ষে কঠিন সময় পার করতে হবে বলেই তাঁর বিশ্বাস।
বার্মিংহামে ভারতের বিপক্ষে নামার আগের দিন গণমাধ্যমে এমনটা জানিয়েছেন ইংল্যান্ডের সহ অধিনায়ক।

'আমরা জানি আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে। আপনি হয়তো ফেবারিট হতে পারেন অথবা আন্ডারডগ হতে পারেন, কিন্তু আমি মনে করি ভারতের বিপক্ষে এসবের কিছুই কাজে আসবে না।
আমরা জানি আমাদের ভালো খেলতে হবে এবং আমরা জানি আমাদের ভালো খেলার সামর্থ্য আছে। শক্তিশালী ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জিং ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি।'
সেমিফাইনালে পৌঁছাতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। সেমিফাইনালের দৌড়ে মরগানবাহিনীর ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান।