promotional_ad

এমন ইংল্যান্ডকে দেখে অবাক কোহলি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপের শুরুতে দারুণ ছন্দে থাকা ইংল্যান্ড এখনও সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। গ্রুপ পর্বের শেষ দিকে সেইফাইনালে যাওয়ার জন্য সংগ্রাম করছে দলটি। এটা অবাক করেছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।


রবিবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের স্বাগতিকরা। এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে ইংল্যান্ডের সেমিফাইনাল ভাগ্য। বিশ্বকাপ শুরুর আগে কোহলির বিশ্বাস ছিল নিজেদের কন্ডিশনে প্রভাব বিস্তার করতে পারবে ইংলিশরা। তবে তাঁরা সেটা না পারায় হতাশ কোহলি নিজেই।



promotional_ad

'সবাই অবাক হয়েছে। আমরা মনে করেছিলাম স্বাগতিক ইংল্যান্ড নিজেদের কন্ডিশনের প্রভাব বিস্তার করবে। টুর্নামেন্টের শুরুর দিকে আমি এটাই বলেছিলাম। চাপ অনেক বড় একটি বিষয়।'


ইংল্যান্ড তাদের সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তাছাড়া বিশ্বকাপে তাঁরা পাকিস্তানের মতো র‍্যাঙ্কিংয়ে নিচের সারির দলের বিপক্ষেও হেরেছে। যদিও বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল হিসেবে তাঁরা এই টুর্নামেন্ট শুরু করেছিল।


বিশ্বকাপের মাঝ পথে এসে তাদের সংগ্রাম করতে হচ্ছে সেমিফাইনালে জায়গা করে নিতে। পরবর্তী দুই ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ইয়ন মরগানদের জয়ের বিকল্প নেই। এই দুই ম্যাচের অন্তত একটিতে হারলে পাকিস্তান, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার জন্য সেমিফাইনালের দরজা খুলে যেতে পারে।



তাই বোঝাই যাচ্ছে কঠিন সমীকরণের মধ্যে পড়েছে ইংলিশরা। কোহলি মনে করেন ইংল্যান্ডের যা সমস্যা আছে তা নিজেদেরই বের করা উচিৎ। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে মৌলিক জিনিসগুলো ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে বিশ্বাস ভারত দলপতির।


'কিছু কিছু সময়ে অনেক দলই ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে এই বিশ্বকাপে, এটা যেকোনো দলেরই হতে পারে। আমি মনে করি ইংল্যান্ডকে নিজেদের সমস্যা খুঁজে বের করতে হবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আপনাকে মৌলিক জিনিসগুলো ধরে রাখতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball