আফগানদের উপর অনেক বিনিয়োগ করেছে ভারতঃ শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। যে কারণে ঘরের মাঠে ক্রিকেট খেলার সৌভাগ্য হয় না দেশটির। তাই তারা পাকিস্তান গিয়ে ক্রিকেটের প্রাথমিক শিক্ষা নিয়েছে। যে শিক্ষা সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকে পরিণত করে তোলে। আর ক্রিকেটবিশ্বে পরিচিত হয়ে ওঠে মোহাম্মদ নবি-রশিদ খানদের দেশ।
দলটি আগে পেশোয়ার বা রাওয়ালপিন্ডিতে ক্রিকেট শিখলেও এখন তাদের হোমগ্রাউন্ড ভারতের দেরাদুন। ধীরে ধীরে উন্নতি করার পাশাপাশি ভারতের মাটিতে নিজেদের আলাদা পরিচয় বানিয়ে নিয়েছে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডও তাদের অনেক সহায়তা করেছে।

পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের দাবি, আফগানিস্তানের ক্রিকেটে অনেক বিনিয়োগ করেছে ভারত; এ কারণেই তারা এখন উন্নতির দিকে এগোচ্ছে। কিন্তু কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা শিক্ষা দিতে পারেনি ভারত।
শোয়েব বলেন, 'আফগানিস্তান কোথায় খেলে? দেরাদুনে। ওদের হোমগ্রাউন্ড কোথায়? দেরাদুনে। কখনও যেটা ছিল পেশোয়ার, এখন সেটা দেরাদুন। আগে ওদেরকে আমরা তৈরি করতাম, এখন তারা চলে গেছে দিল্লী, নয়ডায়।
তারা ভালো দল হয়ে উঠেছে। ভারত তাদের পেছনে অনেক বিনিয়োগ করেছে। তাদের মধ্যে ভারত শুধু একটা জিনিস যোগ করতে পারেনি। সেটা ব্যাটিংয়ের বুদ্ধিমত্তা। আফগানিস্তানকে এটাও শিখিয়ে দেয়া উচিত ছিল ভারতের।'
বিশ্বকাপে আন্ডারডগ হিসেবে অংশ নিয়েছিল গুলবাদিন নাইবের দল। কিন্তু এখন পর্যন্ত খেলা সবকটি ম্যাচেই হেরেছে তারা। বোলাররা আশানুরূপ পারফর্ম করলেও ব্যাটসম্যানরা হতাশায় ডুবিয়েছে আফগানিস্তানকে।
বিশ্বকাপ সেমিফাইনালের রেস থেকে আগেই ছিটকে যাওয়া দলটি শনিবার মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। হাতে থাকা দুটি ম্যাচ জিতে শেষ ভালোর সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরতে চায় নবি-রশিদরা।