দিনের সেরাঃ ডোয়াইন প্রিটোরিয়াস

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ ওভারে ৪২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। সেই ম্যাচে প্রোটিয়ারা ১০৪ রানের ব্যবধানে হারের পর টানা ৫ ম্যাচে সাইড লাইনে বসে থাকতে হয়েছে তাকে।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে দারুণ চমক দেখিয়েছেন এই ডানহাতি পেসার। ১০ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।

বিশ্বকাপের এই আসরে পুরো ১০ ওভার বল করে প্রিটোরিয়াসের চেয়ে কম রান দেননি আর কেউ। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার হয়ে প্রিটোরিয়াসের এটাই অনেক বড় অর্জন।
লঙ্কানদের বিপক্ষে আরেক পেসার লুঙ্গি এনগিদির বদলি হিসেবে খেলতে নামেন প্রিটোরিয়াস। টসে জিতে বোলিং করতে নামা দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেন এই পেসার।
প্রথমে দিমুথ করুনারত্নেকে ফেরান কাগিসো রাবাদা। এরপর একে একে আভিষ্কা ফার্নান্দো, কুশাল পেরেরা এবং কুশাল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কানদের টপ অর্ডার গুড়িয়ে দেন প্রিটোরিয়াস।
অন্য বোলাররাও দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দেন ২০৬ রানে। এই ম্যাচে প্রিটোরিয়াস মোট ৪৬টি ডট বল দিয়েছেন। এই বিশ্বকাপে যা সর্বোচ্চ।এই প্রোটিয়া পেসারের সমান ৪৬টি ডট বল আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডারের।
ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৪৬টি ডট বল দিয়েছিলেন। যা এই বিশ্বকাপে যেকোনো বোলারের সর্বোচ্চ ডট বলের রেকর্ড। এবার সেই রেকর্ডে হোল্ডার সঙ্গী হিসেবে পেয়েছেন প্রিটোরিয়াসকে।