promotional_ad

তরুণদের ভুল বার্তা দিচ্ছেন গেইল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন না ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। সম্প্রতি জানিয়েছেন, বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলবেন। যদিও গেইলের ঘোষণা ছিল, বিশ্বকাপের পরই ওয়ানডেকে বিদায় জানাবেন তিনি।


এরপরই বিদায় জানাবেন সাদা পোশাকের ক্রিকেটকে। তবে ওয়ানডেকে বিদায় জানানোর ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি এই ব্যাটিং দানব। তবে গেইলের টেস্ট খেলার সিদ্ধান্তে নাখোশ সাবেক উইন্ডিজ অধিনায়ক কার্টলি অ্যামব্রোস।



promotional_ad

সাবেক এই উইন্ডিজ পেসারের দাবি, গেইলের টেস্টে ফেরার সিদ্ধান্ত ভুল বার্তা ছড়িয়ে দেবে তরুণদের মাঝে। যে কারণে তিনি কোনোভাবেই চাইছেন না যে একটি টেস্টের জন্য হলেও গেইল দলে ফিরুক। 


অ্যামব্রোস বলেন, ‘গেইল যদি ওয়ানডে অথবা টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইতো, তাহলে কোনো সমস্যা ছিলো না। কিন্তু যদি টেস্ট ক্রিকেটে সে ফিরতে চায় তাহলে আমার পক্ষ থেকে "না" এবং "না"।’


‘গেইল পাঁচ বছর ধরে টেস্ট খেলছে না। কিন্তু আপনি মাত্র একটি টেস্ট খেলার জন্য তাকে দলে ফেরাচ্ছেন, আমার মনে হয় এটা অদক্ষ সিদ্ধান্ত। এটার মাধ্যমে আপনি তরুণ ক্রিকেটারদের কাছে কি বার্তা দিচ্ছেন? ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোনো সমস্যা নেই। সে এখনও ধ্বংসাত্মক ক্রিকেটার। কিন্তু টেস্ট ম্যাচে? না, অবশ্যই না। আমাদের টেস্ট খেলার মতো যথেষ্ট ক্রিকেটার আছে। আমরা কয়েকদিন আগেই ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়েছি।’ যোগ করেন অ্যামব্রোস।



গেইল সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে। তারপর থেকে আর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। এবার ভারতের বিপক্ষে টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball