ধোনির সমালোচকদের কোহলির জবাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেটে থাকা অবস্থায় দলের জন্য কী করতে হবে সেটা বেশ ভালোভাবেই জানেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমন একজনকে নিয়ে সমালোচনা করাটা স্বাভাবিকভাবে নিতে পারেননি বিরাট কোহলি। যে কারণে ধোনির সমালোচনাকদের জবাব দিয়েছেন দেশটির বর্তমান অধিনায়ক কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতে চলতি বিশ্বকাপে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভারত। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করা ভারত ১৪০ রানে ৪ উইকেট হারিয়ে বসে। এমন অবস্থায় দলের হাল ধরেন অভিজ্ঞ ধোনি।

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি গড়ার পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটসম্যানদেরকে সঙ্গে নিয়ে ভারতকে ২৭০ ছুঁই ছুঁই পুঁজি এনে দেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। খানিকটা ধীরগতিতে ব্যাটিং করলেও ৬১ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলকে বিপদ থেকে টেনে তোলেন তিনি।
বিপর্যয়ে বারবার দলের মান বাঁচানো ধোনি শেষ ওভারে তিন বল ডট খেলেও ১৬ রান তোলেন। ওশানে থমাসকে ওই ওভারে দুটি ছক্কা হাঁকালেও ধীরগতির ব্যাটিংয়ের জন্য অনেকেই ধোনির দলে থাকা নিয়ে প্রশ্ন তোলেন। যে প্রশ্নের উত্তর দিয়ে ধোনির সমালোচকদের জবাব দিয়েছেন কোহলি।
কোহলি বলেন, ‘সে খুব ভালোভাবে জানে উইকেটে তাঁর কাজটা কী। কিন্তু যদি একদিন সে নিজের সেরাটা দিতে ব্যর্থ হয় তাহলে সবাই তাঁকে নিয়ে কথা বলতে শুরু করে।
ড্রেসিং রুমে আমরা সবসময় একটা জিনিস মেনে চলার চেষ্টা করি। সেটা হলো তাঁকে যেন সব সময় সম্মান দেয়া হয়। সে দলকে অনেক ম্যাচ জিতিয়েছে।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে বিরাট কোহলির দল।