একাদশ থেকে ছিটকে গেলেন মিলার

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন না শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপ। তাঁর বদলে একাদশে জায়গা পেয়েছেন সুরঙ্গ লাকমল।
অপরদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সুযোগ পেয়েছেন ডুয়ান প্রিটোরিয়াস এবং জেপি ডুমিনি। তাঁদের জায়গা করে দিতে বাদ পড়েছেন লুঙ্গি এনগিডি এবং ডেভিড মিলার।

শুক্রবার রিভারসাইড কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গ লাকমল।
দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডাসেন, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকেয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ডুয়ান প্রিটোরিয়াস ও ইমরান তাহির।