ক্ষমা চাইলেন ডুমিনি

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। ৭ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। দলের এমন পারফর্মেন্সের পর সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি।
১৯৯২ থেকে প্রতিটি বিশ্বকাপের আসরেই খেলেছে প্রোটিয়ারা। চারটি বিশ্বকাপে সেমিফাইনাল খেললেও, কোনোবারই ফাইনালে খেলতে পারেনি তাঁরা। দলটি কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে দুইবার।
২০০৩ বিশ্বকাপের পর এবারও বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়েছে তাঁরা। তাই ডুমিনির ধারণা তাঁরা সমর্থকদের হতাশ করেছেন । তাদের দলগত পারফর্মেন্স হতাশাজনক ছিল বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

‘টুর্নামেন্টে আমাদের দলগত পারফরম্যান্স খুব হতাশাজনক ছিল। আমাদের সমর্থকদের আমরা বাজেভাবে হতাশ করেছি। বিশ্বকাপে আমাদের ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি।’
এই বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এই প্রোটিয়া অলরাউন্ডার। বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি থাকা স্বত্বেও এমন পারফর্মেন্স মেনে নিতে পারছেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। মানসিক ভাবে ভালো অবস্থানে থেকেও ছন্নছাড়া পার্ফর্মেন্সে হতাশ ডুমিনি।
‘পুরো টুর্নামেন্ট জুড়েই ছন্নছাড়া পারফরম্যান্স করেছি আমরা। কিন্তু এর কোনো কারণ খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে এসেছিলাম, মানসিকভাবেও আমরা যথেষ্ট ভালো অবস্থানে ছিলাম।’
বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় বলবেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। এমন বাজে পারফর্মেন্স নিয়ে অবসর যাওয়ায় লজ্জিত তিনি। হতাশার এই পারফর্মেন্স ডুমিনিকে অনেকদিন যে তাড়িয়ে বেড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
‘আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের বিষয়। জাতীয় দলের সঙ্গে অনেক মানুষের আবেগ জড়িয়ে থাকে। কিন্তু এমন পারফর্ম করে বিদায় নেওয়ায় আমি লজ্জিত। তবে এই দলের ওপর আমি বিশ্বাস রাখতে চাই। তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, এটাই আশা করি।’