মাশরাফি থাকছেন, ইতিবাচক বিসিবিও

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পরই অবসরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন টাইগার দলপতি। মাশরাফির এই ইচ্ছেকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাশরাফি তাঁর অবসরের সিদ্ধান্তের ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর ছেড়ে দিয়েছেন। চলতি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে সেমিফাইনালের দৌড়ে দারুণ ভাবে টিকে আছে বাংলাদেশ। তাই বিশ্বকাপের মাঝ পথে অবসর নিয়ে ভাবতে চান না তিনি।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, ‘অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শেষে অবসর নিচ্ছি না। এই মুহূর্তে এটা নিয়ে ভাবতেও চাই না, বিশেষ করে যেহেতু টুর্নামেন্ট এখনও চলছে। এটা ক্ষতির কারণ হতে পারে। এমন সময় মানুষ আবেগি হয়ে পড়ে। তবে বোর্ড যদি চায়, তাহলে এটা নিয়ে আমাকে ভাবতে হবে।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে মাশরাফি বলেছিলেন, প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ২০ বছর কাটাতে চান তিনি। সেবার মাশরাফি বলেছিলেন,
'দেখুন, আল্লাহ বাঁচিয়ে রাখলে সুস্থ রাখলে ইচ্ছে আছে। আন্তর্জাতিক ক্রিকেটের কি হবে জানি না, তবে সব কিছু মিলিয়ে ইচ্ছা ছিল ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, ধরেন ঢাকা লীগ, বিপিএল, এগুলো আমাদের বড় টুর্নামেন্ট।'
এদিকে, মাশরাফির অবসরের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চাইছে না বিসিবি, এমনটাই জানিয়েছেন দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক জালাল ইউনুস। মাশরাফি খেলা চালিয়ে যেতে চায় কিনা এই সিদ্ধান্ত তাঁর ওপরই নির্ভর করছে।
‘সে দলের নেতৃত্বের দায়িত্ব বেশ ভালোভাবেই সামলাচ্ছে। তাই আমরা এই মুহূর্তে কোনো কিছু নিয়ে ভাবছি না। সে খেলা আরও চালিয়ে যেতে এবং দলের নেতৃত্বে থাকতে চায় কি না, সিদ্ধান্তটা তার। আমরা তার কোর্টে বল পাঠিয়ে দিয়েছি। বোর্ডের নজর এখন পুরোপুরি বিশ্বকাপের দিকে, যেখানে আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে।'