ডট বলে অরুচি মুশফিকের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে ৩২৭ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মিডল অর্ডারে ব্যাটিং করে এই বিশ্ব আসরের শুরু থেকে প্রতিটি ম্যাচেই বাংলাদেশের রানের চাকা সচল রাখছেন তিনি।
বিশ্বকাপের শুরু থেকেই ডট বলে অরুচি এই ডানহাতি ব্যাটম্যানের। অন্তত ২০০ রান করা ব্যাটম্যানদের মধ্যে সবচেয়ে কম ডট বল খেলার হারে মুশফিকের অবস্থান তিন নম্বরে।

এই টুর্নামেন্টে ৪০.৯৬ শতাংশ ডট বল খেলেছেন মিস্টার ডিপেন্ডেবল। তাঁর চেয়ে কম ডট বল খেলেছেন কেবল দুজন ব্যাটসম্যান। ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
মাত্র ২৯.৩১ শতাংশ ডট বল খেলে চলতি বিশ্বকাপে সবচেয়ে কম ডট বল খেলার রেকর্ড দখলে রেখেছেন বাটলার। ৭ ম্যাচে বাটলারের রান সংখ্যা ২২২। ৪০.৫০ শতাংশ ডট বল খেলে মুশফিকের চেয়ে কিছুটা এগিয়ে থেকে এই তালিকার দুই নম্বরে আছেন ভারতের দলপতি।
৬ ম্যাচে কোহলি করেছেন ৩১৬ রান। কোহলির পরেই তিন নম্বরে অবস্থান মুশফিকের। ৪৩.৫৭ শতাংশ ডট বল খেলে এই তালিকার চার নম্বরে আছেন ইংল্যান্ডের আরেক ব্যাটসম্যান জো রুট।
৭ ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন ৪৩২ রান। এই তারকাদের ডট বলের পরিসংখ্যানই বলে দিচ্ছে রানিং বিটুইন দ্যা উইকেটে তাঁরা কতটা মনোযোগী। যা তাদের দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে সাহায্য করছে প্রতিনিয়ত।