টার্গেট করে খেলাটা গুরুত্বপূর্ণঃ সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন-আপ নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে ভারত। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রিত বুমরাহ। এ ছাড়া শীর্ষ দশের মধ্যে আছেন কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল। যেকোনো দলই ভারতের এমন বোলিং আক্রমণের বিপক্ষে খেলার আগে সতর্ক থাকবে।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে তাই বাড়তি পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার জানিয়েছেন, ভারতের বোলারদের মধ্যে কাকে টার্গেট করে খেলবেন এবং কাকে সমীহ করবেন এটার পরিকল্পনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

'ভারতের বিশ্বের এক নম্বর বোলার আছে। তাদের স্পিনার যারা আছে তারা অনেক ভালো মানের। তাদের ওইভাবেই খেলতে হবে। কাকে টার্গেট করতে হবে এবং কোনটা কার দিন সেটা ঠিক করতে হবে। সব দিন সবার ভালো যায় না। এই টার্গেট ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘কাকে আজ টার্গেট করছি আর কার বিরুদ্ধে লড়াই করছি এটাই সবচেয়ে বড়। ওই দিনটাতে দেখতে হবে আজকে কাকে টার্গেট করলে আমরা ভালোভাবে খেলতে পারবো। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করার।' বলেছেন সৌম্য।
আপাতদৃষ্টিতে ভারতের কোনো বোলারকেই হুমকি মনে করছেন না সৌম্য। এই ওপেনার মনে করেন যদি নতুন উইকেট হয় তাহলে পেস বোলারদের বিপক্ষে ব্যাট করা কঠিন হবে। যদি পুরোনো উইকেট ব্যবহার করা হয় তাহলে সেখানে স্পিন বোলারদের জন্য বাড়তি সুযোগ থাকবে।
'এটা ডিপেন্ড করে উইকেটের ওপর। যদি নতুন উইকেট হয়, শুরুতে পেস বোলারদের সুযোগ থাকে। আর যদি পুরনো উইকেট থাকে তাহলে এটা স্পিন বোলারদের ওপর চলে যায়।'
আগামী ২ জুলাই বার্মিংহামের উইকেটে বাড়তি নজর থাকবে বাংলাদেশের। তবে উইকেট যেমনই হোক, ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে নিজেদের সেরা ব্যাটিংয়ের প্রত্যাশা করছেন সৌম্য।