সেমিফাইনালে এক পা ভারতের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানের ব্যবধানে হারিয়ে চলতি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এক পা এগিয়ে গেছে ভারত। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বিরাট কোহলিদের অবস্থান এখন দুই নম্বরে।
১২ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এখনও ভারতের বাকি আছে ৩টি ম্যাচ। এর মধ্যে অন্তত একটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের।
এদিকে, ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্ট মাত্র ৩। পয়েন্ট টেবিলে জেসন হোল্ডারের দলের অবস্থান ৮ নম্বরে।
ভারতের বিপক্ষে এই ম্যাচে ২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তাঁরা দলীয় ১৬ রানের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায়। ক্রিস গেইল ৬ ও শেই হোপ ৫ রান করে আউট হন।
দুজনকেই নিজের শিকার বানান ভারতের পেসার মোহাম্মদ শামি। তৃতীয় উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন সুনীল অ্যামব্রিস। ৩১ রান করে এই ওপেনার ফেরার পর আবারও শুরু হয় ব্যাটম্যানদের আসা যাওয়া।
মিডল অর্ডারে পুরান ২৮ ও শিমরন হ্যাটমিয়ার ১৮ করে আউট হন। এরপর আর কেউ বড় ইনিংস খেলতে না পারলে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৪৩ রানে। ফলে ১২৫ রানের জয় পায় ভারত।

ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। তাছাড়া, ২টি করে উইকেট গেছে জসপ্রিত বুমরাহ ও যুবেন্দ্র চাহালের ঝুলিতে। একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।
এর আগে, ম্যানচেষ্টারে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানে খেলতে থাকেন ভারতীয় ওপেনাররা। যদিও কেমার রোচের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ২৯ রানে ফিরে যান রোহিত শর্মা (১৮)।
এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৬৯ রান যোগ করেন অধিনায়ক কোহলি। দুর্ভাগ্য রাহুলের, মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি।
জেসন হোল্ডারের অসাধারণ একটি বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪৮ রানে ফিরে যান রাহুল। এরপর কোহলিকে সঙ্গ দিতে ব্যর্থ হন বিজয় শঙ্কর (১৪), কেদার যাদবরা (৭)। দুজনকেই ফিরিয়েছেন রোচ।
এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪০ রানের জুটি গড়েন কোহলি। ৭২ রান করে হোল্ডারের শিকারে পরিণত হন তিনি।
কোহলির বিদায়ে পর ধোনির সঙ্গে উইকেটে যোগ দেন হার্দিক পান্ডিয়া। এ দুজন ষষ্ঠ উইকেট জুটিতে তোলেন ৭০ রান। ৩৮ বলে পাঁচটি চারে ব্যক্তিগত ৪৬ রানে পান্ডিয়া ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ধোনি। শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত থাকেন ধোনি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ২৬৮/৭ (৫০ ওভার)
(কোহলি ৭২, ধোনি ৫৬*; রোচ ৩/৩৬)
ওয়েস্ট ইন্ডিজঃ- ১৪৩/১০ (৩৪.২ ওভার)
(অ্যামব্রিস ৩১, পুরান ২৮, হ্যাটমায়ার ১৮; শামি ৪/১৬)