এখন অনুশীলন করলে আরও ভালো হতোঃ সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের মাঝপথে পাঁচ দিনের বিশ্রামে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে মাশরাফিবাহিনী। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ জুলাই ভারতের বিপক্ষে। তাই টানা ম্যাচ ও ভ্রমণ ক্লান্তির কথা ভেবে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার অবশ্য মনে করেন, বিশ্রাম জরুরি হলেও এ সময়ে অনুশীলন করাও গুরুত্বপূর্ণ ছিল। সুযোগ থাকলে নিজের ব্যাটিং নিয়ে অনুশীলন করতেন বলে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সৌম্যর ধারণা ব্যাটে-বলে যারা ছন্দে আছেন, তাদের জন্য বিশ্রাম ঠিক আছে।

'ব্যাটিং এমন একটা জিনিস, যত কাজ করবো ততো ভালো হবে। যখনই সুযোগ পাই স্কিলের সঙ্গে ফিটনেস বা স্কিলের ছোটো ছোটো ড্রিলগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। এটা অনেক বড় সফর। সুযোগ থাকলে অবশ্যই করতাম। যেহেতু বড় সফর। বিশ্রামেরও একটা প্রয়োজন থাকে। যারা ভালো টাচে আছে, তাদের কাছে মনে হচ্ছে বিশ্রামটা ঠিক আছে। অনেকেই মনে করছে এই সময়ে অনুশীলন করলে আরও ভালো হতো।'
শুধু ব্যাটিং নয় বোলিং নিয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। সুযোগ পেলে বোলিং করেও দলের জন্য অবদান রাখতে চান তিনি। বিশ্বকাপে এক ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সৌম্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ ওভার বোলিং করে ৫৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। যা বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা ছিল। এই বোলিং পারফর্মেন্সই আত্মবিশ্বাস যোগাচ্ছে সৌম্যকে। এটা ধরে রাখাই এখন মূল লক্ষ্য ডানহাতি এই পেসারের।
'আসার আগেই বলেছিলাম প্রিমিয়ার লিগে অনেক বোলিং করেছি, যেখানেই সুযোগ পেয়েছি বোলিং করেছি। আমার ইচ্ছে ছিল যখনই সুযোগ আসুক, যেন কাজে লাগাতে পারি। আমি যে বোলিং করছি এবং এটাতেও টাচে আছি, সেটা বোঝানোর জন্য যেখানেই বোলিং করেছি ভালো করার চেষ্টা করেছি। এখানে একটি ম্যাচে বোলিং করেছি। মোটামুটি ভালোই চেষ্টা করেছি। পরবর্তীতে যেদিন সুযোগ আসবে বা দলের প্রয়োজন হবে চেষ্টা করবো এটা ধরে রাখার।'