আফতাবকে দেশে ফেরত পাঠাচ্ছে আফগানিস্তান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের মাঝ পথে পেসার আফতাব আলমকে দেশে ফেরত পাঠাচ্ছে আফগানিস্তান। তাঁর বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আফতাবের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে বাঁহাতি পেসার সৈয়দ শিরজাদকে। এরই মধ্যে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি আফতাবের বদলি হিসেবে শিরজাদের নাম অনুমোদন করেছে। তবে আফতাবকে দল থেকে বাদ দেয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া বিবৃতিতে বলা হয়েছে 'ব্যতিক্রমী পরিস্থিতিতে' দেশে ফেরত পাঠানো হয়েছে এই পেসারকে। চলতি বিশ্বকাপে আফগানদের হয়ে তিন ম্যাচ খেলেছেন আফতাব।
বল হাতে খুব ভালো ছন্দে না থাকলেও নিয়েছেন চার উইকেট। আফতাবের আগে বিতর্কিতভাবে উইকেটরক্ষক ব্যাটম্যান মোহাম্মদ শেহজাদকে দল থেকে বাদ দিয়েছিল আফগানরা। দল থেকে বাদ পড়ার পর ভিডিও বার্তায় এর প্রতিবাদও করেছিলেন তিনি।
আফতাবের বদলি হিসেবে সুযোগ পাওয়া শিরজাদ আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত একটি মাত্র ওয়ানডে খেলেছেন। তবে বোলিংয়ের সুযোগ পাননি তিনি। গত বছর আফগান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট ছিল তাঁর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রাজশাহী কিংসের স্কোয়াডেও ছিলেন এই পেসার। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেলেন এই তরুণ পেসার।