কোহলি-ধোনির নৈপুণ্যে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৬৮ রান সংগ্রহ করেছে ভারত।
আসরের শুরুর দিকে তিন শতাধিক রান চ্যালেঞ্জিং মনে হলেও আসরের মাঝপথে ২৫০ রানের কম-বেশি করেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছে আগে ব্যাট করা দলগুলো।
বৃহস্পতিবার ম্যানচেষ্টারে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানে খেলতে থাকেন ভারতীয় ওপেনাররা। যদিও কেমার রোচের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ২৯ রানে ফিরে যান রোহিত শর্মা (১৮)।

এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে ৬৯ রান যোগ করেন অধিনায়ক কোহলি। দুর্ভাগ্য রাহুলের, মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি।
জেসন হোল্ডারের অসাধারণ একটি বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪৮ রানে ফিরে যান রাহুল। এরপর কোহলিকে সঙ্গ দিতে ব্যর্থ হন বিজয় শঙ্কর (১৪), কেদার যাদবরা (৭)। দুজনকেই ফিরিয়েছেন রোচ।
এরপর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪০ রানের জুটি গড়েন কোহলি। ৭২ রান করে হোল্ডারের শিকারে পরিণত হন তিনি।
কোহলির বিদায়ে পর ধোনির সঙ্গে উইকেটে যোগ দেন হার্দিক পান্ডিয়া। এ দুজন ষষ্ঠ উইকেট জুটিতে তোলেন ৭০ রান। ৩৮ বলে পাঁচটি চারে ব্যক্তিগত ৪৬ রানে পান্ডিয়া ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন ধোনি। শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত থাকেন ধোনি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ২৬৮/৭ (৫০ ওভার)
(কোহলি ৭২, ধোনি ৫৬*; রোচ ৩/৩৬)