promotional_ad

বাংলাদেশ-ভারতের পার্থক্য কোথায়, জানালেন সৌম্য

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম দেখাতেই ভারতীয়দের বিপক্ষে বাজিমাত করে হাবিবুল বাশারের দল। প্রথম সাক্ষাতেই পরাশক্তি ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। 


এরপরের দুই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে জয় পাওয়া হয়নি সাকিব আল হাসান-মাশরাফি বিন মুর্তজাদের। চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে মঙ্গলবার মুখোমুখি হওয়ার আগে ওপেনার সৌম্য সরকার দুই দলের মধ্যকার পার্থক্য নিয়ে কথা বলেছেন। সৌম্য জানিয়েছেন, ভারতের নাম শুনে ভড়কে গেলে যাওয়ার কিছু নেই। 



promotional_ad

বিশ্বকাপে একবার ভারতের বিপক্ষে জিতলেও দ্বিপাক্ষিক সিরিজ, ত্রিদেশীয় সিরিজ বা বহু দলীয় টুর্নামেন্টে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। নিজেদের মধ্যে ৩৫ বারের মোকাবেলায় পাঁচবার জিতেছে বাংলাদেশ। ভারত জিতেছে ২৯টি ম্যাচে। বাকি ম্যাচটিতে ফলাফল আসেনি।  


সৌম্য বলেন, 'ওরা ইন্ডিয়া, আমরা বাংলাদেশ। এটাই মূল পার্থক্য। মাঠে যে ভালো খেলবে সেই এগিয়ে থাকবে। এটা বড় টুর্নামেন্ট, এমন টুর্নামেন্টে খেলতে গেলে আপনি যদি নাম ধরে খেলতে যান তাহলে আপনি প্রথম থেকেই ব্যাকফুটে থাকবেন। 


এসব চিন্তা না করেই ওদের সাথে খেলতে হবে, সঠিক পরিকল্পনা সাজিয়ে মাঠে নামতে হবে। সব দলেরই একটা পরিকল্পনা থাকে কে কোথায় বল করবে। আমরা যদি এই জিনিসটা ঠিকভাবে করতে পারি, তাহলে অবশ্যই আমরা জিতব।'



২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত। সেই ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। কোহলিদের বিপক্ষে কঠিন পরীক্ষায় জয়ী হলে পরের ম্যাচে ৫ জুন পাকিস্তানকে হারানোর মিশনে মাঠে নামতে হবে মাশরাফি বিন মুর্তজার দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball