গুরুত্বপূর্ণ ম্যাচে টস হারলেন হোল্ডার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আজ (বৃহস্পতিবার) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে বাঁচা মরার এই ম্যাচের আগে ইনজুরি ভাবাচ্ছে ক্যারিবিয়ানদের। এরই মধ্যে বাঁ হাঁটুতে চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন দলের সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ওপেনার এভিন লুইসকে নিয়েও রয়েছে শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর ওপেনিংয়ের বদলে ৮ নম্বরে ব্যাটিং করেন তিনি।
তাঁর পরিবর্তে আজ ওপেন করতে পারেন সুনীল অ্যামব্রিস। এছাড়াও শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে খেলতে পারেন কেমার রোচ।