promotional_ad

ভারতকে গেইলের হুঁশিয়ারি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। আসরের প্রথম দিকে মাত্র একটি ফিফটি হাঁকালেও পরের ম্যাচগুলোতে তাঁর কাছ থেকে বড় ইনিংস পায়নি ক্যারিবিয়ানরা।


নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি গেইল। তাঁর পাশাপাশি ক্যারিবিয়ানরা দলীয় পারফর্মেন্স দিয়েও নজর কেড়ে নিতে ব্যর্থ হয়েছেন।


আসরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও এরপর টানা হারের মধ্যে আছে দলটি। সেমিফাইনালের স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেলেও ক্ষীণ আশা রয়েছে দলটি সামনে। যার জন্য ভারতের বিপক্ষে জিততেই হবে তাঁদের।



promotional_ad

এই সমীকরণ মাথায় নিয়েই ভিরাট কোহলির দলের বিপক্ষে মাঠে নামবে জেসন হোল্ডারের দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের পারফর্মেন্স নিয়ে ভারতকে হুশিয়ার করেছেন গেইল। জাসপ্রিত ভুমরাহ-কুলদিপ যাদবদের বিপক্ষে নিজের সেরাটা দিতেই মাঠে নামবেন ইউনিভার্স বস। 


গেইল বলেন, 'আমি নিশ্চিত দর্শকরা আমার এবং দলের কাছ থেকে আনন্দ পাওয়ার জন্য মুখিয়ে আছে। ম্যাচটা অনেক জমজমাট হবে, আশা করছি নিজের সেরাটা দিতে পারবো দলের জন্য এবং জেতাতে পারবো।'


ভারতের ক্রিকেটের সঙ্গে যথেষ্ট পরিচত ক্রিস গেইল। আইপিএলের শুরু থেকে সেখানে খেলছেন তিনি। তাঁদের খেলার ধরণ এবং ক্রিকেটের খুটিনাটি সম্পর্কে ধারণা আছে তাঁর।এটাকেই সুযোগ হিসেবে দেখছেন এই ক্যারিবিয়ান। তাঁদের শক্তি এবং দুর্বলতা জেনেই মাঠে নামবে জেসন হোল্ডারের দল। সেমিফাইনালে যেতে দলে দুটো পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ তাঁদের কাছে। তাই হাল ছাড়তে নারাজ গেইল।


তিনি আরও বলেন, 'ভারতের ক্রিকেটের সঙ্গে অনেক বছর ধরেই সম্পৃক্ততা আছে আমাদের। আমরা তাঁদের ক্রিকেট খেলার ধরণ সম্পর্কে অবগত। কিভাবে কি করতে পারে তাঁরা সেটাও জানা আছে। আমাদের দুটো পয়েন্ট অনেক দরকার, তাই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে।



'ক্ষীণ সুযোগ রয়েছে, কিন্তু ক্রিকেটে সব কিছুই সম্ভব। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। তাঁরা অনেক ভালো ক্রিকেট খেলছে, আর তাঁদের খেলার ধরণ সম্পর্কে সকলের ধারণা আছে। আশা করছি তাঁদের বিপক্ষে রাজত্ব করতে সক্ষম হবো।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball