এজবাস্টনের সেঞ্চুরিকে ক্যারিয়ার সেরা মানছেন বাবর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে শত রানের ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দেয়ার পাশাপাশি বিশ্বকাপে তাদের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম। এজবাস্টনের মাঠে ব্ল্যাক ক্যাপ্সদের বিপক্ষে হাঁকানো এই সেঞ্চুরিটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে দেখছেন তিনি।
সেই সঙ্গে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার লক্ষ্য স্থির করেছেন ২৫ বছর বয়সী এই পাকিস্তানী ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হওয়ার পর এমনটাই জানিয়েছেন বাবর।
২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক এবং ফখর জামান দ্রুত আউট হয়ে গেলেও নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাট করে ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন বাবর। মোহাম্মদ হাফিজ এবং হারিস সোহেলের সঙ্গে জুটি গড়ে দলকে জেতানোর পাশাপাশি সরফরাজ আহমেদের দলের সেমিফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখেন তিনি।

বাবর বলেন, 'এই ইনিংসটিকে আমার ওয়ানডে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বললে ভুল হবে না। আমার লক্ষ্য বিশ্ব ক্রিকেটার অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার।
আমাকে একবারের ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে বলা হয়েছিল, আমি সেটাই চেষ্টা করেছি। মোহাম্মদ হাফিজ এবং হারিস সোহেল আমাকে অনেক সাহায্য করেছে, তারা ভালো ব্যাটিং করেছে এবং জুটি গড়তে সাহায্য করেছে আমাকে।'
নিউজিল্যান্ডর বিপক্ষে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৩০০০ রান রানের ক্লাবে প্রবেশ করেছেন বাবর। এই মাইলফলকে পৌছাতে মাত্র ৬৮ ইনিংস লেগেছে তাঁর।
দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা মাত্র ৫৭ ইনিংস খেলে ওয়ানডেতে ৩০০০ রান করেছিলেন। তবে ক্যারিয়ারের ৩০০০ রান করার দিন বাবর পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে।
মোট ৬৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ভিভ। তাঁর চেয়ে এক ইনিংস কম খেলেই এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই পাকিস্তানী ব্যাটসম্যান।