নিশাম-গ্র্যান্ডহোমে মান রক্ষা কিউইদের

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
জেমস নিশাম এবং কলিন ডি গ্র্যান্ডহোমের বিপদ কাটানো দুটি হাফ সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ছয় উইকেটে ২৩৭ রানের মাঝারি সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড এদিন ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার মার্টিন গাপটিলকে (৫)। মোহাম্মদ আমিরের করা প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান গাপটিল।

এরপর শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপের মুখে পড়ে কিউইরা। কলিন মুনরো (১২), রস টেলর (৩) এবং টম লাথামকে (১) দলীয় ৪৬ রানের মধ্যে ফিরিয়েছেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার।
আসরে দুর্দান্ত ফর্মে থাকা কেন উইলিয়ামসন এদিন সম্ভাবনা জাগিয়েও বিদায় নিয়েছেন। ৬৯ বলে ৪১ রান করে শাদাব খানের শিকারে পরিণত হন তিনি।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে নিশাম-গ্র্যান্ডহোম কান্ডারির ভূমিকায় নাম লিখিয়ে স্কোরকার্ডে ১৩২ রান যোগ করেন। দুজনই দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ৭১ বলে ৬৪ রান করে রান আউটের শিকার হন গ্র্যান্ডহোম।
ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম। তাঁর ১১২ বলে খেলা ইনিংসটিতে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার।
সংক্ষিপ্ত স্কোরঃ-
নিউজিল্যান্ডঃ- ২৩৭/৬ (৫০ ওভার)
(নিশাম ৯৭*, গ্র্যান্ডহোম ৬৪; শাহিন আফ্রিদি ৩/২৮)