আত্মহত্যা করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে হারের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। পাকিস্তানি সমর্থকদের প্রত্যাশা এবং মিডিয়ার চাপের সামনে নিজেদের অসহায় মনে হয়েছিল আর্থারের কাছে।
এ কারণেই এমন কথা বলেছেন তিনি। আর্থার জানিয়েছেন, এতো চাপ সহ্য করতে পারছিলেন না পাকিস্তানের ক্রিকেটাররা।

'গত রবিবার আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। শুধুমাত্র পারফর্মেন্সের জন্যই এমন চেয়েছিলাম। আপনি একটি ম্যাচে হারতে পারেন, হয়তো এক টানা হারতে পারেন।
এটা বিশ্বকাপ। মিডিয়ার অনেক চাপ থাকে এখানে। সমর্থকদের অনেক প্রত্যাশা থাকে এখানে। আমরা সবাই অনেক চাপের মধ্যে ছিলাম।'
১৬ জুন ম্যানচেষ্টারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৮৯ রানে হারে পাকিস্তান। ভারত আগে ব্যাট করে পাকিস্তানকে ৩৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।
বৃষ্টির কারণে ৪০ ওভারে ৩০২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয় পাকিস্তানের জন্য। কিন্তু ব্যাটিং করতে নেমে ছয় উইকেটে ২১২ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।