হাসপাতালে ব্রায়ান লারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হাসপাতালে ভর্তি করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারাকে। বিশ্বকাপে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করায় মুম্বাই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বিশ্বকাপে স্পোর্টস নেটওয়ার্কর বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে ভারতে অবস্থান করছিলেন লারা। জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন বুকে ব্যথা করছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি।

এরপর মুম্বাইয়ের প্যারেলে অবস্থিত গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয় লারাকে। তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালটির পক্ষে থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
অসুস্থতার মূল কারণ এখনও জানা না গেলেও মঙ্গলবার রাতেই হোটেলে ফেরার কথা রয়েছে লারার। তবে কয়েকদিন তাঁকে ডাক্তারদের উপদেশ মোতাবেক চলতে হবে।
গেল মাসে ৫০-এ পা দিয়েছেন লারা। ইতিহাসের একমাত্র ক্রিকেটার তিনি, যার ঝুলিতে টেস্টে ৪০০ ??ানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অপরাজিত ৫০১ রানের ইনিংস আছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১ টেস্ট এবং ২৯৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন লারা। ১৩১টি টেস্টে ১১ হাজার ৯৫৩ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৩৪টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরি। ২৯৯টি ওয়ানডে ম্যাচে তার রান ১০ হাজার ৪০৫। এই ফরম্যাটে ১৯টি সেঞ্চুরি ও ৬৩টি হাফ সেঞ্চুরির মালিক উইন্ডিজ এই কিংবদন্তি।