সাকিব ভিনগ্রহের ক্রিকেটারঃ শোয়েব

ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসান। ক্যারিয়ার সেরা ফর্মে থাকা এই অলরাউন্ডার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারফর্ম করে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ব্যাটসম্যানকে তাই ভিন গ্রহের ক্রিকেটার বলে মানছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। মাশরাফিবাহিনীর এই বাঁচা-মরার ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়ে দলকে একাই জিতিয়েছেন সাকিব।

হাফ সেঞ্চুরি করার পর বল হাতে ২৯ রান খরচায় ৫ উইকেট তুলে নেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার এতোটা ধারাবাহিকভাবে পারফর্ম করে আসায় শোয়েব রীতিমতো বিস্মিত।
পাকিস্তানের সাবেক এই স্পিড মাস্টার বলেন, 'সাকিবের কথা বলতেই হয়। সে অন্য জগতের ক্রিকেট খেলছে। কীভাবে দলকে টেনে নিয়ে যাচ্ছে সে, এক কথায় অবিশ্বাস্য।'
এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়াচ্ছেন সাকিব। বল হাতে ১০ উইকেট নেয়া বাংলাদেশ অলরাউন্ডার নামের পাশে যোগ করেছেন ৪৭৬ রান।আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।