২৮৫ রানে ম্যাচ বাঁচাতে পারবে অজিরা?

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডসে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে ২৮৫ রানের লড়াকু সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের নৈপুণ্যে ৩০০ ছাড়ায়নি অজিদের দলীয় সংগ্রহ।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুর দিকে ঠাণ্ডা মাথায় ইংলিশ পেসারদের গতি এবং সুইং সামাল দেন তাঁরা।

উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ১২৩ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে মঈন আলীর বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনরারের ৬১ বলে ৫৩ রানের ইনিংসে ছিল ছয়টি চার।
এরপর ফিঞ্চকে সঙ্গ দিতে ব্যর্থ হন উসমান খাওয়াজা। দলীয় ১৮৫ রানে ফিরে যান ফিঞ্চও। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেওয়ার পরের বলেই জফরা আর্চারের বলে ক্যাচ তুলে বিদায় নেন ফিঞ্চ।
তাঁর ১১৬ বলে করা ১০০ রানের ইনিংসে ছিল ১১ টি চার এবং দুটি ছক্কার মার। এরপর স্টিভ স্মিথকে সঙ্গ দিতে গিয়ে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল (১২) এবং মার্কাস স্টয়নিস (৮)।
দলীয় ২৫০ রানে ক্রিস ওকস বিদায় করেন স্মিথকে (৩৮)। শেষদিকে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ২৭ বলে পাঁচটি চারে করা অপরাজিত ৩৮ রানের ক্যামিওতে বড় ২৮৫ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের মধ্যে দুটি উইকেট নেন ক্রিস ওকস।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৮৫/৭ (৫০ ওভার)
(ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩; ওকস ২/৪৬)