সাকিবকে কেউই তারকা মনে করে নাঃ শোয়েব

ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে পারফর্মেন্স দিয়ে নিজেকে আরও একধাপ উপরে নিয়ে গিয়েছেন সাকিব আল হাসান। এমন পারফর্মেন্স দেখে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
সাবেক এই গতি তারকার মতে, সাকিব যে পর্যায়ে যাচ্ছেন; সে পর্যায়ে মাত্র কয়েকজন ক্রিকেটার পৌঁছাতে পেরেছেন। এ জন্য এখন কারো চোখে আর তারকা নেই বাংলাদেশের এই অলরাউন্ডার।

শোয়েব বলেন, 'কেউই সাকিবকে তারকা মনে করে না। সাকিব যে পর্যায়ে যাচ্ছে, সেই পর্যায়ে খুব কম ক্রিকেটার গেছে।'
এবারের বিশ্বকাপটা নিজের করে নিয়েছেন সাকিব। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজের সেরাটা দিয়ে পারফর্ম করে যাচ্ছেন এই অলরাউন্ডার।
ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা সাকিব বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নায়কের ভূমিকায় ছিলেন। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।
এ ছাড়া চলতি বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান সাকিব। তিনটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরিসহ ৪৭৬ রান করার পাশাপাশি বল হাতে ১০ উইকেট নিয়েছে বাঁহাতি এই স্পিনার।