ব্যাটিং বিপ্লবের কারিগর ম্যাকেঞ্জি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বছর খানেক ধরে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার নিল ম্যাকেঞ্জি। তাঁর কাছ থেকে পাওয়া ব্যাটিং দিক্ষা কাজে লাগিয়ে উন্নতির পথে হাঁটছেন সাকিব-মুশফিকরা।
ম্যাকেঞ্জির অধীনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ খেলেছে বাংলাদেশ দল। চলতি বিশ্বকাপেও এই প্রোটিয়ার অধীনে ব্যাটসম্যানরা পারফর্ম করে চলেছেন।

কৌশলসহ আরও অন্যান্য বিষয় নিয়ে ব্যাটসম্যানদের সঙ্গে ম্যাকেঞ্জির কাজের ফসল হিসেবেই মিলছে এই সাফল্য, এমনই মনে করেন মাশরাফি বিন মুর্তজা। কোচ ম্যাকেঞ্জিকে তাঁর কাজের জন্য প্রশংসায় ভাসিয়েছেন ওয়ানডে অধিনায়ক।
মাশরাফি বলেন, 'নিলেরও আমার মতো হাঁটুতে সমস্যা আছে, কিন্তু তাঁর সমস্যা থাকা সত্ত্বেও সে আমার চেয়ে অনেক ভালো থ্রো করতে পারছে। ব্যাটিং কোচ হিসেবে সে অনেক ভালো।
সে খুবই ভালো কাজ করছে ব্যাটসম্যানদের নিয়ে। অনুশীলনে বল থ্রোয়ার দিয়েও দুই দিকে সুইং করাতে পারে সে, বাউন্সও করাতে সক্ষম। সে অনেক কঠোর হলেও ব্যাটিং কোচ হিসেবে ভালো। আমাদের ব্যাটিংয়ে উন্নতির পেছনে তাঁর অনেক বড় অবদান রয়েছে।'