promotional_ad

মুস্তাফিজ-সাইফউদ্দিনদের স্কিল কম, ইচ্ছে বেশি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলতি বিশ্বকাপে ছড়ি ঘুরাচ্ছেন দ্রুত গতির পেসাররা। সেই তুলনায় বাংলাদেশের পেস বোলাররা ভুগছেন গতির সমস্যায়। তবে এই বিশ্ব আসরে নিজেদের ইচ্ছের জোরে প্রমাণ করেছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনরা। দুজনই ১০টি করে উইকেট নিয়েছেন।


বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান এটাকেই বড় অর্জন মনে করছেন। তাদের স্কিল না থাকলেও, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়েই লড়ছেন এই পেসাররা। এমনটাই বিশ্বাস সাকিবের।



promotional_ad

তিনি বলেছেন, 'আপনি যদি মুস্তাফিজকে এবং সাইফউদ্দিনকে দেখেন দুইজনই মনে হয় ৯-১০টা করে উইকেট পেয়ে গিয়েছে এই বিশ্বকাপে। এটি কিন্তু অনেক বড় একটি অর্জন। আমার কাছে মনে হয় যে তাদের খুব বেশি পেস নেই, অত বেশি স্কিলও নেই আমাদের সবাই বলে, এরপরেও কিন্তু ওরা ওদের জায়গা থেকে যতটুকু সম্ভব করতে পারছে।'


বাংলাদেশের এই দুই পেসার যেভাবে অবদান রাখছেন, ম্যাচ জেতার জন্য এটাই দরকার মনে করেন সাকিব। কেউ দলের জয়ে অনেক বেশি অবদান রাখেন। আবার কেউ কম অবদান রাখেন। সাকিবের চাওয়া সবাই দলের জন্য কোনো না কোনো ভাবে অবদান রাখুক।


'এই কন্ট্রিবিউশনগুলো আসলে দরকার হয় একটি ম্যাচ জিততে। কেউ হয়তো সবথেকে বেশি কন্ট্রিবিউশন করবে, তবে এই ছোট ছোট কন্ট্রিবিউশনগুলো অনেক সাহায্য করে।'



বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ৩টিতে জয় এবং ৩টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। আর একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট টেবিলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৫ নম্বরে। সেমিফাইনালে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচেই জয় পেতে হবে মাশরাফিদের



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball