promotional_ad

প্রত্যাশার চেয়ে ২৫ রান বেশি এসেছেঃ সাকিব

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রত্যাশার চেয়ে বাংলাদেশ ২৫ রান বেশি পেয়েছে বলে মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাউদাম্পটনের মন্থর উইকেটে ২৪০ রানের প্রত্যাশায় ছিল বাংলাদেশ।


প্রত্যাশার চাইতে বেশি রান পাওয়ায় দলের শরীরি ভাষায় যুক্ত হয়েছে আত্মবিশ্বাস। এ কারণে ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তানকে ২০০ রানে অলআউট করতে সুবিধা হয়েছে বাংলাদেশের।



promotional_ad

ম্যাচ শেষে সাকিব বলেন, 'আমরা যদি আরও বেশি রান করতে পারতাম তাহলে সেটা আমাদের জন্য বোনাস হিসেবে গণ্য হতো। এটাই আসলে হয়েছে। আমরা ২৫ রান বেশি করেছি আমাদের প্রত্যাশার থেকে। এটা আমাদেরকে যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছে মাঠে গিয়ে আফগানিস্তানকে অলআউট করতে। 


আমরা ২৬০ রানের মতো করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল আসলে ৫০ ওভার ব্যাটিং করা এবং ২৪০ রানের বেশি করা। এটি ছিল সর্বনিম্ন লক্ষ্য। আমি মনে করি এটি ভালো চিন্তা ছিল। কারণ আমরা সব ওভার খেলতে চেয়েছিলাম।' 


রশিদ খান, মুজিব উর রহমানদের বলে এমন উইকেটে রান করাটা তুলনামূলক কষ্টসাধ্য বিষয় ছিল। তাই খুব বেশি দলীয় সংগ্রহে মনোযোগ দেয়নি বাংলাদেশ।



সাকিব বলেছেন, 'উইকেট এমন ছিল না যেখানে কোনও দল ৩০০ বা ৩৫০ রান করতে পারতো। তাই আমরা সর্বদা জানতাম যে এটি কঠিন হবে তাদের বোলিং আক্রমণের সামনে। 


তাদের তিন জন সেরা স্পিনার রয়েছে এবং আমাদের তাদেরকে ভালোভাবে মোকাবেলা করতে হতো। আমি মনে করি আমরা সেটি ভালোভাবে পেরেছি।' 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball