প্রত্যাশার চেয়ে ২৫ রান বেশি এসেছেঃ সাকিব

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রত্যাশার চেয়ে বাংলাদেশ ২৫ রান বেশি পেয়েছে বলে মনে করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাউদাম্পটনের মন্থর উইকেটে ২৪০ রানের প্রত্যাশায় ছিল বাংলাদেশ।
প্রত্যাশার চাইতে বেশি রান পাওয়ায় দলের শরীরি ভাষায় যুক্ত হয়েছে আত্মবিশ্বাস। এ কারণে ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তানকে ২০০ রানে অলআউট করতে সুবিধা হয়েছে বাংলাদেশের।

ম্যাচ শেষে সাকিব বলেন, 'আমরা যদি আরও বেশি রান করতে পারতাম তাহলে সেটা আমাদের জন্য বোনাস হিসেবে গণ্য হতো। এটাই আসলে হয়েছে। আমরা ২৫ রান বেশি করেছি আমাদের প্রত্যাশার থেকে। এটা আমাদেরকে যথেষ্ট আত্মবিশ্বাস দিয়েছে মাঠে গিয়ে আফগানিস্তানকে অলআউট করতে।
আমরা ২৬০ রানের মতো করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল আসলে ৫০ ওভার ব্যাটিং করা এবং ২৪০ রানের বেশি করা। এটি ছিল সর্বনিম্ন লক্ষ্য। আমি মনে করি এটি ভালো চিন্তা ছিল। কারণ আমরা সব ওভার খেলতে চেয়েছিলাম।'
রশিদ খান, মুজিব উর রহমানদের বলে এমন উইকেটে রান করাটা তুলনামূলক কষ্টসাধ্য বিষয় ছিল। তাই খুব বেশি দলীয় সংগ্রহে মনোযোগ দেয়নি বাংলাদেশ।
সাকিব বলেছেন, 'উইকেট এমন ছিল না যেখানে কোনও দল ৩০০ বা ৩৫০ রান করতে পারতো। তাই আমরা সর্বদা জানতাম যে এটি কঠিন হবে তাদের বোলিং আক্রমণের সামনে।
তাদের তিন জন সেরা স্পিনার রয়েছে এবং আমাদের তাদেরকে ভালোভাবে মোকাবেলা করতে হতো। আমি মনে করি আমরা সেটি ভালোভাবে পেরেছি।'