আফগানিস্তানের সিদ্ধান্তে অবাক হয়েছেন সাকিব

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
টস ভাগ্যে জয়ী হয়েও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। আফগান দলপতির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের আগে একই উইকেটে ভারত এবং আফগানিস্তানের খেলা হয়েছে। সাকিবের ধারণা ছিল এমন উইকেটে টসে জয়ী দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ দলের পক্ষে টস ভাগ্য গেলে তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন, শেষ পর্যন্ত নাইবের আমন্ত্রণে পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়নি মাশরাফি বিন মুর্তজাকে।
সাকিব বলেন, 'এটি কিছুটা অবাক করার ব্যাপার ছিল আমাদের জন্য। কারণ আমরা একটি ব্যবহৃত উইকেটে খেলেছি। তাই আমরা ভেবেছিলাম যে, যারাই টসে জিতবে তারা ব্যাট নেবে।
এটা আমাদের গেম প্ল্যান ছিল। কখনো কখনো মানুষ রান তাড়া করতে পছন্দ করে। আবার কখনো মানুষ প্রথমে ব্যাট করতে চায়। আমি আসলে জানি না এই ব্যাপারে তাদের কী চিন্তা ছিল।'
এদিন প্রথমে ব্যাট করে স্কোরকার্ডে ২৬২ রান জমা করে বাংলাদেশ। ২৬৩ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানদের ২০০ রানে আটকে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।