সাকিবকেই পুরো কৃতিত্ব দিচ্ছেন নাইব

ছবি: ছবিঃ- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনের উইকেট মন্থর থাকলেও তা ব্যাটিং উপযোগী ছিল বলে মনে করেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। তাই এমন উইকেটে নিজ দলের ব্যাটসম্যানদের রান না পাওয়ায় সাকিব আল হাসানের কৃতিত্ব দেখছেন তিনি।
বাজে ফিল্ডিং করে বাংলাদেশকে ৩০-৪০ রান বেশি দিয়েছে আফগানিস্তান, এটাও মনে করছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাইব বলেন, 'আমরা ভালো খেলতে পারিনি। ফিল্ডিং একদম ভালো হয়নি, ৩০-৪০ রান অতিরিক্ত দিয়েছি আমরা। উইকেট মন্থর ছিল। তবে ব্যাটিং করা অনেক কঠিন ছিল না। সাকিবকে কৃতিত্ব দিতেই হবে।'
পারফর্মেন্স দিয়ে বিশ্বকাপ রাঙাচ্ছেন সাকিব। বল হাতে দশ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪৭৬ রান।
ম্যাচ শেষে সাকিবের পারফর্মেন্সে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মন্তব্য, 'আসরে দুর্দান্ত পারফর্মেন্স করে চলেছে সাকিব। ব্যাট হাতে সে প্রতি ম্যাচেই রান করছে। বল হাতেও উইকেট নিচ্ছে যখন দরকার। আজকের ম্যাচে মুশফিকের সঙ্গে তাঁর জুটিটি দরকার ছিল।'