জয়ের ব্যাপারে সন্দিহান ছিলেন সাকিবরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে সন্দিহান ছিল বাংলাদেশ দল। গুলবাদিন নাইবের দলকে হারানোর পর এমনটাই জানিয়েছেন ম্যাচ সেরা সাকিব আল হাসান।
আফগানিস্তানকে হাল্কাভাবে নেয়নি টাইগাররা। ম্যাচ শেষে স্বস্তির নিশ্বাস ফেললেও তাদের ক্ষমতা সম্পর্কে ধারণা রেখেই মাঠে লড়াই করেছে বাংলাদেশ।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হতো সাকিব-মাশরাফিদের। সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শেষ পর্যন্ত ৬২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাশরাফিবাহিনী।
সাকিব বলেন, 'আমরা নিশ্চিত ছিলাম না যে আমরা আফগানিস্তানকে হারাতে পারবো কিনা। কারণ তারা বেশ বিপদজনক এবং ভালো দল।
তাই আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেন আমরা আমাদের কাজটি সঠিকভাবে করতে পারি এবং আমরা আমাদের শতভাগ দিয়েছি। দিন শেষে এর ফলাফল আমরা পেয়েছি।'
বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার।
আফগানদের হারালেও বড় পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ২ জুলাই ভারতের বিপক্ষে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাঠে নামবে টাইগাররা। এরপর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা।