বিশ্বকাপ নিজের করে নিয়েছে সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েই চলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আলা হাসান। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে একাই দলকে জিতিয়েছেন এই অলরাউন্ডার।
ব্যাট হাতে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর বল হাতে তুলে নিয়েছেন ৫ উইকেট। ২৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে ছুঁয়েছেন ওয়ানডে ক্যারিয়ার সেরা ফিগার।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। আর সাকিবের অলরাউন্ড নৈপুণ্য স্বপ্ন বেঁচে রয়েছে মাশরাফিবাহিনীর।
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সাকিবের পারফর্মেন্সে মুগ্ধ। টুইটারে তিনি লিখেছেন, 'অসাধারণ পারফর্মেন্স। এবারের বিশ্বকাপটা নিজের করে নিয়েছে সে।'
এখন পর্যন্ত বিশ্বকাপে সাকিব ৩টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার।