‘অতিমানব’ সাকিবের এক ম্যাচে যত রেকর্ড

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে বেশ কয়েকটি বিরল রেকর্ড গড়েছেন। সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে এক হাজার রান ও ৩০ টি উইকেটের মালিক।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নামার আগে বিশ্বকাপের এক হাজারি ক্লাবে পৌঁছাতে ৩৫ রান প্রয়োজন ছিল সাকিবের। এর আগে তিন বিশ্বকাপ খেলা সাকিব ব্যাট হাতে করেছেন ৫১ রান।
এরপর বল হাতে সাকিবের দুই উইকেটের প্রয়োজন থাকলেও সাকিব নিয়েছেন ২৯ রান খরচায় পাঁচটি উইকেট। এছাড়া বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন সাকিব।
এর আগে বাংলাদেশের কোনও ক্রিকেটার বিশ্বকাপের কোনও ম্যাচে পাঁচ উইকেট নিতে পারেননি। চারটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন এবং সাকিব।
এই ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে পাঁচ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন ভারতের যুবরাজ সিংয়ের পাশে। ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি এবং বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন যুবরাজ। এবার তাঁর নামের পাশে থাকল সাকিবের নাম।
বিশ্বকাপের একই আসরে অন্তত একটি সেঞ্চুরি এবং ইনিংসে পাঁচ উইকেটের কৃতিত্ব মাত্র দুইজন ক্রিকেটারের আছে। দুজনই ভারতীয়।
১৯৮৩ সালে কপিল দেব এবং ২০১১ সালে যুবরাজ সিং এই রেকর্ডে নিজেদের নাম বসান। এবারের বিশ্বকাপে সাকিব সেই তালিকায়ও নাম খোদাই করে নিলেন। এখন পর্যন্ত সাকিবের সেঞ্চুরি দুটি, ইনিংসে পাঁচ উইকেট একটি।
এ ছাড়া কোনো বিশ্বকাপে চার শতাধিক রান এবং দশ উইকেট একইসঙ্গে নিতে পারেননি কোনো ক্রিকেটার। এবারের বিশ্বকাপ দিয়ে রেকর্ড বইয়ে এই পাতাটি যোগ করলেন সাকিব। ব্যাট হাতে সাকিবের রান ৪৭৬, বল হাতে তাঁর উইকেটসংখ্যা ১০টি।
