সাকিবে বিমোহিত লারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে বাংলা???েশের জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের এমন পারফর্মেন্সে বিমোহিত কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।
ফেসবুকে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ৪০০ রানের ইনিংস খেলা এই ক্রিকেটার। তিনি লিখেছেন 'কী অসাধারণ পারফর্মার সে!'

এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়াচ্ছেন সাকিব। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান বাঁহাতি এই অলরাউন্ডার।
বল হাতে নিয়েছেন ১০ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
এ ছাড়া যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান এবং ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার।
সাকিব এখন পর্যন্ত ৩টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বকাপে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে টাইগারদের জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার।