বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রাসেল

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাঁর পরিবর্তে ক্যারিবিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান সুনিল অ্যামব্রিস।
বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে ভুগছিলেন রাসেল। প্রায় প্রতিটি ম্যাচেই ইনজুরি নিয়ে খেলেছেন তিনি। এমনকি দলের হয়ে নিয়মিতই বল করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবিয়ানদের ম্যাচটিতে একাদশে ছিলেন না রাসেল, যদিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচটি। গেল ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি তিনি।
এছাড়া সব ম্যাচেই দেখা গিয়েছে রাসেলকে। চার ম্যাচে খেলে বল হাতে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে আলোড়ন ছড়াতে পারেননি তিনি।
তিন ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন যথাক্রমে ১৫, ২১ ও শুন্য রান।