মুশফিক-মাহমুদউল্লায় বাড়ছে রান তোলার গতি

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে মাশরাফিবাহিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান দলপতি গুলবাদিন নাইব।
মুশফিক-মাহমুদউল্লায় বাড়ছে রান তোলার গতিঃ
মুশফিক মাহমুদউল্লার ফিনিশিংয়ে তাকিয়ে আছে ইনিংসের ৪১ ওভারে দুইশ রান করা বাংলাদেশ। আগের থেকে বেড়েছে রান তোলার গতি।
ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি মুশফিকেরঃ
ম্যাচের ২৪ ওভার থেকে ৩৬ ওভারের মধ্যে আফগান বোলারদের দাপটে কোনও বাউন্ডারি হাঁকাতে পারেনি বাংলাদেশ। ৩৭ তম ওভারে দওলত জাদরানকে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম।
মুজিবের তৃতীয়ঃ

লিটন দাস এবং সাকিব আল হাসানকে বিদায় করার পর সৌম্য সরকারকে নিজের তৃতীয় শিকার হিসেবে তুলে নিয়েছেন এই স্পিনার। টপ অর্ডার ছেড়ে মিডল অর্ডারে খেলতে নামা সৌম্যকে ৩ রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি।
সাকিবের হাফ সেঞ্চুরিঃ
ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন সাকিব আল হাসান। সেটাকেই বিশ্বকাপে দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। দলীয় ৮৫ রানে তামিম ইকবাল ফিরে গেলেও মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে জুটি গড়ার পাশাপাশি আরও একটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অলরাউন্ডার।
চলতি বিশ্বকাপে এটা তাঁর তৃতীয় হাফ সেঞ্চুরি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি।
ইনিংসটি খেলার মাঝে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রান করার মাইলফলক স্পর্শ করেন তিনি। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অবশ্য আর বেশীদূর যেতে পারেননি তিনি। মুজিব উর রহমানের ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়ে ৫১ রানে বিদায় নেন সাকিব।
ফের ভালো শুরুর পর ব্যর্থ তামিমঃ
লিটন বিদায় নিলেও সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েছিলেন তামিম ইকবাল। দুজন মিলে দলকে অর্ধশত রানের জুটি এনে দিয়েছিলেন। আগের কয়েক ম্যাচে বড় স্কোর গড়তে না পারলেও এই ম্যাচে দেখে শুনে খেলে বড় ইনিংস খেলার আভাস দিচ্ছিলেন।
কিন্তু মোহাম্মদ নবির ঘূর্ণিতে ৩৬ রানের মাথায় বোল্ড হন এই ওপেনার। এরপরের ওভারে সাকিব আল হাসানকে লেগ বিফরের ফাঁদে ফেলেন লেগ স্পিনার রশিদ খান। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান এই অলরাউন্ডার।
ব্যর্থ ওপেনিং জুটিঃ
আফগানিস্তান স্পিনারদের কথা মাথায় রেখে ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তামিম ইকবাল এবং সৌম্য সরকারের বদলে তামিম এবং লিটন দাসকে পাঠিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখে খেলতে নেমে তামিমের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন লিটন।
তামিম একপ্রান্তে ধীরগতিতে খেললেও হাত খুলে খেলছিলেন লিটন। ইনিংসের পঞ্চম ওভারে মুজিব উর রহমানের বলে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন লিটন। শর্ট কভার অঞ্চলে হাশমতউল্লাহ শাহিদির হাতে ক্যাচ দিয়ে ১৭ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও টিভি রিপ্লে তে দেখা যাচ্ছিলো শাহিদির নেওয়া ক্যাচটি মাটি ছোঁয়ানো।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২০০/৪ (৪১ ওভার)
(মুশফিক ৬৪*, মাহমুদউল্লাহ ২২*)