বাংলাদেশের পরিকল্পনায় মুজিবের আঘাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে মাশরাফিবাহিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান দলপতি গুলবাদিন নাইব।
ব্যর্থ ওপেনিং জুটিঃ

আফগানিস্তান স্পিনারদের কথা মাথায় রেখে ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তামিম ইকবাল এবং সৌম্য সরকারের বদলে তামিম এবং লিটন দাসকে পাঠিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। ডানহাত??-বাঁহাতি কম্বিনেশনের কথা মাথায় রেখে খেলতে নেমে তামিমের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন লিটন।
তামিম একপ্রান্তে ধীরগতিতে খেললেও হাত খুলে খেলছিলেন লিটন। ইনিংসের পঞ্চম ওভারে মুজিব উর রহমানের বলে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন লিটন। শর্ট কভার অঞ্চলে হাশমতউল্লাহ শাহিদির হাতে ক্যাচ দিয়ে ১৭ বলে ১৬ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ২৫/১ (৫ ওভার)