promotional_ad

পরিসংখ্যানের আলোকে বাংলাদেশ-আফগানিস্তান

ছবিঃ এসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের ৩১তম ম্যাচে সোমবার আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। সাউদাম্পটনের রোজ বোলে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।


৬টি ম্যাচ হেরে ইতোমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আফগানিস্তানের। উল্টো চিত্র বাংলাদেশ শিবিরে। তাঁদের কাছে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার ম্যাচ।


সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মাশরাফিবাহিনীর সামনে। তাই বাংলাদেশের কাছে ম্যাচটির গুরুত্ব অনেক বেশী।



promotional_ad

মাঠের লড়াইয়ে নামার আগে পরিসংখ্যানের দিক দিয়ে আফগানদের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের এখন পর্যন্ত সকল পরিসংখ্যান তুলে ধরা হলঃ


শেষ পাঁচ দেখাঃ আফগানিস্তানের বিপক্ষে শেষ পাঁচবারের দেখায় তিনবার জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। ২০১৬ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে লড়াই করে আসছে দুই দল। সেই বছর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফিবাহিনী। এছাড়া এশিয়া কাপে দুই বারের দেখায় একটি করে ম্যাচ জিতেছে দুই দল। 


মুখোমুখি লড়াইঃ ওয়ানডেতে এখন পর্যন্ত মোট ৭বার মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্ত???ন। যার মধ্যে চারবার জিতেছে বাংলাদেশ আর তিনবার আফগানরা। এর মধ্যে চারটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে লড়েছে দুই দল। যেখানে দুইটি করে সামান ম্যাচ জিতেছে তাঁরা।


বিশ্বকাপে মুখোমুখিঃ বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে মাত্র একবার। ২০১৫ সালের বিশ্বকাপের প্রথম দেখায় ১০৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। 



প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের ৬৩ এবং মুশফিকুর রহিমের ৭১ রানের উপর ভর করে ২৬৭ রানের পুঁজি পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬২ রানে গুঁটিয়ে গিয়েছিল আফগানরা। বাংলাদেশের পক্ষে মাশরাফি নিয়েছিলেন ৩ উইকেট।


সর্বোচ্চ রানঃ দুই দলের দেখায় সব থেকে বেশী রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৮.৬০ গড়ে মোট ২৪৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৪৩, তামিম ইকবালের। আফগানদের পক্ষে সবচেয়ে বেশী রান করেছেন হাশমতউল্লাহ শাহিদি। ৪৩ গড়ে ২১৫ রান করেছেন তিনি। 


সর্বোচ্চ উইকেটঃ বোলিংয়ে সবার থেকে এগিয়ে আছেন সাকিব আল হাসান। মোট ১৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। আফগানদের হয়ে ১১ উইকেট নিয়েছেন সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার মোহাম্মদ নবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball