আমি বিশ্বকাপ জিততে মরিয়াঃ রোডস

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গ্রুপ পর্ব পার করে সেমিফাইনালে যেতেও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। অবশিষ্ট তিনটি ম্যাচে জয় আদায় করেও তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের ম্যাচগুলোর দিকে। সমীকরণ কঠিন, তারপরেও বিশ্বকাপ জিততে মরিয়া বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস।
আফগানিস্তানকে হারানোর পর পাকিস্তান এবং ভারতের বিপক্ষেও জয় পেতে হবে মাশরাফিবাহিনীকে। এরপর ভাগ্যের সঙ্গ নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর আবারো কঠিন পরীক্ষা তাঁদের সামনে।

তবে সব বাঁধাকে উপেক্ষা করে শিরোপা জয় করতে উদগ্রীব রোডস। সাকিব আল হাসানদের কোচ মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিচ্ছেন পাঁচটি ম্যাচে খেলার।
সাউদাম্পটনে গণমাধ্যমের সামনে রোডস জানান, 'আমি বিশ্বকাপ জিততে মরিয়া। এটা আমাদের জন্য পাহাড়ে ওঠার মতই কঠিন। অনেক বেশি চ্যালেঞ্জের বিষয়। বাংলাদেশ কেমন আমরা সবাই দেখেছি। যদি আমাদের এই জায়গা থেকে বের হতে হয় তাহলে আসন্ন ম্যাচগুলো জিততে হবে।
আমাদের শুধু মাত্র পাঁচটি ম্যাচ জেতা প্রয়োজন বিশ্বকাপ জেতার জন্য। সবগুলো ম্যাচকে নকআউট হিসেবে ভাবতে হবে। অবশ্যই এটা সহজ নয়। আমাদের একটি একটি করে ম্যাচ পার হতে হবে।'